ঢাকা, শনিবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ব্লকবাস্টার না ফ্লপ কোন পথে সাহো

সিনেমাপ্রেমী ও সমালোচকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন সাহো সিনেমাটির মুক্তির জন্য। একে তো পর্দায় দক্ষিণী তারকা প্রভাসের ফেরা, অন্যদিকে বিশাল বাজেটের ছবি—সব মিলিয়ে তারকাবহুল চলচ্চিত্রটি মুক্তির আগেই আলোচনার শীর্ষে উঠে আসে। বলা হচ্ছে, দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত সিনেমা ‘সাহো’র কথা।

‘বাহুবলি’খ্যাত প্রভাস ও বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি আজ ভারতসহ আরো বেশ কিছু দেশে মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে প্রভাসকে দীর্ঘদিন পরে বড় পর্দায় দেখা যাচ্ছে। ছবিটি দেখতে দেশটির সিনেমা হলগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। ভক্তদের তর যেন সইছে না। দক্ষিণ ভারতের সিনেমা হলগুলোতে যেন তিলধারণের জায়গা নেই। একইভাবে উত্তর ভারতের হলগুলোও লোকে লোকারণ্য। প্রভাসের অভিনয় জাদু দেখার এ মধুর প্রতীক্ষার পর খুশির আভা ফুটে উঠেছে ভক্তদের মধ্যে। ভক্তরা এরই মধ্যে সিনেমাটিকে ‘ব্লকবাস্টার’ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে সমালোচকরাও অবশ্য মুখিয়ে ছিলেন ছবিটি সম্পর্কে মতামত জানাতে। এরই মধ্যে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ তাঁর মতামত প্রকাশ করেছেন। এক টুইটবার্তায় খ্যাতিমান এ বিশ্লেষক ‘সাহো’র এক লাইনের রিভিউ দিয়ে লিখেছেন ‘অসহ্য’। তিনি লেখেন, ‘মেধা, অর্থ ও সুযোগের বিশাল অপচয়। দুর্বল গল্প, বিভ্রান্তমূলক অভিনয় ও অপরিণত পরিচালনা।’ সিনেমাটিকে রেটিং দিতেও ভোলেননি তিনি। তারানের কাছ থেকে পাঁচের মধ্যে মাত্র দেড় রেটিং জুটেছে সিনেমাটির।

তামিল, তেলেগু, হিন্দি ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে প্রভাস-শ্রদ্ধা ছাড়াও নীল নিতিন মুকেশ ও তামিল অভিনেতা অরুণ বিজয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এখন দেখার বিষয়, ‘ব্লকবাস্টার’ না ফ্লপ’—কোন তকমার সঙ্গে জুড়ে যায় ‘সাহো’র নাম!

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |