ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের কর্মবিরতি

মেহেদী হসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন শ্রমিকদের উৎপাদন কর্মি হিসেবে নিয়োগের দাবীতে তাপ বিদ্যুৎ কের্ন্দের শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু হয়েছে।

গত ১৭ই এপ্রিল অনুষ্ঠিত সাংবাদ সম্বেলনের ঘোষিত কর্মসুচি অনুযায়ী গতকাল শনিবার সকাল ১০টায় বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী কার্যালয় বড়পুকুরিয়া ধাপের মোড় থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের নেতৃতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তাপ বিদ্যুৎ এলাকা প্রদক্ষিণ করে কয়লাখনি মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে কর্মবিরতির জন্য অবস্থান নেন আন্দোলনকারী শ্রমিকরা এ সময় আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আন্দোলন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. আবু সাঈদ,সহসভাপতি আরিফুল ইসলাম, সহসভাপতি রফিকুল ইসলাম,সহসাধারন সম্পাদক কবি শাহাজান, সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিন্নাহ্,নুরআলম,মহাসিন আলী,বাবু,আইয়ুব প্রমুখ।

আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কতৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টান্যাশনাল এর কতৃপক্ষের নিকট প্রায় ৪শতাধিক শ্রমিক বিভিন্ন কাজে নিয়োগের আবেদন করেছে। কিন্তু তাদের সাথে কতৃপক্ষ নিয়োগের ব্যাপারে কোন রকম আলোচনার উদ্দোগ গ্রহন করছেন না। তাই শ্রমিকরা তাদের দাবী আদায়ের লক্ষে দির্ঘদিন ধরে নিয়মতান্ত্রীক ভাবে আন্দোলন করে আসছে। কতৃপক্ষ ন্যায্য দাবী মেনে নিয়ে শ্রমিকদের উন্নয়ন কাজে নিয়োগের ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলবে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |