ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভ‚ঞাপুরে প্রতিশ্রæতি দেওয়ার একদিনপর মসজিদের রাস্তা মেরামত করল উপজেলা চেয়ারম্যান

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ভ‚ঞাপুরে রাস্তার দুর্ভোগ নিয়ে সাংবাদিকের ফেসবুক পোস্ট দেখে প্রতিশ্রæতি দেওয়ার একদিন পরই মসজিদ ও মাদরাসায় আসা-যাওয়ার রাস্তা কাঁদামুক্তসহ স্থানীয়দের চলাচলে উপযোগী করে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের কয়েড়া পূর্বপাড়া জামে মসজিদ ও মাদরাসায় আসা-যাওয়ার রাস্তাটি বালু ও ইটের খোয়া ফেলে সংস্কার করা হয়েছে।

জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া মসজিদটির কয়েক’শ মিটার রাস্তাটি ২০২১-২২ অর্থ বছরে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে নি¤œমানের সামগ্রী ব্যবহার করে সিসি ঢালাই করা হয়েছিল। এরপর ট্রাকযোগে ইট, বালু নানা সামগ্রী আনা-নেওয়া করে স্থানীয়রা। ফলে সিসি ঢালাই রাস্তাটি কয়েকদিন পরেই ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়। এতে করে সামান্য বৃৃষ্টি হলে রাস্তা তলিয়ে চলাচলে অনুপযোগী হতো।

এনিয়ে গত সপ্তাহে সাংবাদিক ফরমান শেখ তার ফেসবুকে নিজ এলাকার রাস্তাটি সংস্কার করার জন্য সহযোগিতা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। তার কিছুক্ষণ পরেই রাস্তাটির জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগমের।

স্থানীয় কানছু মোল্লা, রাশেদ আলী, জাহিদুল, শুক্কর মোল্লা, আব্দুল মান্নান সরকার, আজিজ সরকার ও তারা মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে মসজিদের রাস্তাটি কাঁদা ও খানাখন্দে ভরা ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার বললেও সুফল আসেনি। পরে সাংবাদিক ফরমানের ফেসবুকের পোস্ট দেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম রাস্তাটি সংস্কার করে দিয়েছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম বলেন, মসজিদে যাতায়াতে জনদুর্ভোগ নিয়ে সাংবাদিক ফরমান শেখের একটি ফেসবুকে পোস্ট দেখতে পাই। পরে তাৎক্ষণিক রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়। নিজ অর্থায়নে রাস্তা সংষ্কারের কাজটি সম্পন্ন করতে পেরেছি। আপাতত রাস্তাটি বালু ও ইট খোয়া দিয়ে মেরামত করা হয়েছে। শুকনো মৌসুমে প্রকল্পের মাধ্যমে রাস্তাটি পুনরায় পাকা করে দেওয়া হবে।

You must be Logged in to post comment.

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৯     |     ঝিকরগাছার পল্লীতে রাতের আধারে দুর্বৃত্ত দ্বারা দুই বিঘা পেঁপে বাগান কর্তন     |     ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ আটক ৭     |     রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |