ভাষা শহীদদের স্মরণে দোয়া মুনাজাত।


এএসটি সাকিলঃ- ভোলা বোরহানউদ্দিনের “তাফহীমুল উম্মাহ মডেল মাদ্রাসা”য় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা , শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালী এবং প্রতিষ্ঠানে কুরআন তেলওয়াত, দেশাত্মবোধক গান, ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। ভাষা শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান। ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আয়াত উল্যাহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব এএসটি আক্তার হোসেন সাকিল, ও পরিচালক মুহাম্মদ আলাউদ্দিন সাবদী শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ হেদায়েতুল ও হাফেজ মুহাম্মদ এহসান সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
এসময় ছাত্র/ছাত্রীদের প্রতি দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মাদ্রাসার চেয়ারম্যান মোঃ আয়াত উল্যাহ বলেন, ভাষার জন্য দেশের জন্য মাদ্রাসার শিক্ষার্থীদের ভুমিকা অতুলনীয়। আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং আমরা স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ।