ভাসানী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু


আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (ইঞ্জি./অনার্স/বিফার্ম) কোর্সে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। রোববার(১৫ জানুয়ারি) সকালে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন বিশ^বিদ্যালয়ের ১৬টি বিভাগ পরিদর্শন করে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমরা সৌভাগ্যবান যে অনেকের সাথে ভর্তি পরীক্ষায় যুদ্ধ করে বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছ। বিশ^বিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষকদের পরামর্শে ভালভাবে মনযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের গড়ে তুলতে হবে