ভিক্ষুকমুক্ত আটোয়ারী গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা


জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে ১৩ ফেব্র“য়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ভিক্ষুকমুক্ত করতে করনীয় বিষয় সমুহের উপর গুরুত্বারোপ করে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা কৃষি অফিসার শামীম ইকবাল, ওসি(তদন্ত) জয়ন্ত কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ ,উপজেলা মুক্তেিযাদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান. আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ প্রমুখ। সভায় ৩ মাসের মধ্যে আটোয়ারী উপজেলায় ভিক্ষুকদের পুনর্বাসন করে ভিক্ষুকমুক্ত উপজেলা গড়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক দিনের বেতন এবং বণিক সমিতি, পাথর ব্যবসায়ী সহ বিশিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতার সিদ্ধান্ত গ্রহন করা হয়।আটোয়ারীতে ভিক্ষুকদের পুনর্বাসন করে ভিক্ষুকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারকে আহবায়ক করে মুল কমিটি এবং উপজেলা কৃষি অফিসার শামীম ইকবালকে আহবায়ক করে ভিক্ষুক যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।