ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ভুমিহীন ও গৃহহীন মুক্ত হলো ডোমার ও জলঢাকা উপজেলা

এম.এ.শাহীন:  গৃহহীন মুক্ত হলো নীলফামারী জেলার দুই উপজেলা জলঢাকা ও ডোমার। মুজিববর্ষের অঙ্গীকারে চতুর্থ ধাপের দ্বিতীয় পর্যায়ে সারা দেশের আরও ২২ হাজার ১০১টি গৃহহীন-ভূমিহীন পরিবারকে জমিসহঘর উপহার অনুষ্ঠানে বুধবার(৯ আগষ্ট) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারীর জলঢাকা উপজেলায় ২৫ পরিবার এবং ডোমার উপজেলায় ৪২ পরিবারকে জমি ও ঘর উপজেলার দিয়ে ওই দুই উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন। এদিন জেলার সৈয়দপুর উপজেলায় ভুমিহীন ও গৃহহীন ১৩১ পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়। এ নিয়ে তিন উপজেলায় মোট ১৯৮টি ঘর হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে নীলফামারীর প্রান্তে ডোমার উপজেলায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, জলঢাকা উপজেলায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, উপজেলা চেয়ারমান আব্দুর ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামও সৈয়দপুর উপজেলায় উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ঘর ও জমি পাওয়া পরিবারের হাতে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে. শুরু থেকে এই পর্যন্ত নীলফামারী জেলায় চার হাজার ৭২৩ পবিবার উক্ত সুবিধায় আওতায় এলো।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |