ভূঞাপুরে আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া; আহত ৭


আ:রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে এমপি ও সভাপতির লোকজনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৭জন নেতাকর্মী আহত হয়েছে। পরে এমপি ও জেলার নেতাদের দলীয় কার্যালয় থেকে বের করে দেয়া হয়।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা চলাকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দলীয় কার্যালয় নিয়ন্ত্রণে নেয়।
এw`‡K এমপির গ্রুপ ও সভাপতি গ্রুপের মধ্যে এমন এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। Gতে ভুঞাপুর-তারাকান্দি সড়কের বাজার এলাকার সকল ব্যবস্থা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ঘটনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল বলেন, জেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ বর্ধিতসভার আহ্বান করেন। সে মোতাবেক সভা চলছিল। পরে এমপি তার অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ে স্লোগানসহকারে প্রবেশ করে। এতে সেখানে নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ধাক্কা ধাক্কীর ঘটনা ঘটে। সেখানে এমপির সাথেও কর্মীদের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে জেলা আওয়ামী লীগের নেতা ও তার অনুসারীদের নিয়ে এমপি মিছিলসহকারে কার্যালয় থেকে বের হয়ে যায়। পরে পুলিশ এসে আমাদের কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরে আমরা কার্যালয় ছেড়ে বের হলে পুলিশ সেটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, বর্ধিত সভা চলাকালে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট শুরু করে। এতে ছয়জন নেতাকর্মী আহত হন।
সংসদ সদস্য ছোট মনির বলেন, নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য ও উপজেলা সভাপতি মাসুদুল হক মাসুদের লোক বাবলুর কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জেলা আওয়ালী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিষয়টি দেখেছেন। আর যেন কোন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার আহ্বান জানিয়েছি।