ভূঞাপুরে ও ঘাটাইল উফশী-২৮ ধানে ব্লাস্ট রোগ


মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:চলতি বোরো মৌসুমে ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন গ্রামে মাঠে উফশী-২৮ জাতের ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ।এ রোগের প্রভাবে ধানে চিটা হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।কৃষি বিভাগের মতে,উফশী-২৮ একটি অতি পুরানো জাত।এ জাতের ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।ফলে সহজে রোগ আক্রান্ত হয়।এ কারনে ২৮ জাতের বিকল্প হিসেবে এখন কৃষকদের বিরি-৮৮,৮৯ ও ৯০ জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হয়।
ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে ডাকিয়া পটল গ্রামের কৃষক স্বাধীন মিয়া জানান,‘আমাদের গ্রামে বেশ কিছু জমিতে ব্লাস্ট রোগের আক্রমন হয়েছে।ধানের শীষ বের হওয়ার পর পরই শীষের গোড়ায় পচন ধরে শীষ শুকিয়ে যাচ্ছে।আমার ১ বিঘা জমিতে ব্লাস্ট আক্রান্ত হয়েছে।কীটনাশক স্প্রে করার পরও ফল পাইনি।ধান কেটে গরুকে খাওয়াচ্ছি।’যোগীহাটি গ্রামের কৃষক আবুল কালাম বলেন,‘যে খেতে মরা রোগ ধরছে,হে খেতের সব ধান চিটা ।মনে অয় কাটা খরচ ওঠবো না।’
ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারী পাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান,‘আমগো পশ্চিম চড়ায় ধানে কি জানি রোগ দেহা দিছে।হইলদা হইয়া ধান গাছ মরতাছে।মনে অয় পাকিতে ২-৩ মোনের বেশি ধান অবো না।’
ঘাটাইল উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন,আমার এলাকায় এখনও ব্লাস্ট আক্রান্তের খবর পাইনি।তবে প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্ত করা গেলে দমন করা সম্ভব।তাই কৃষকদের সচেতন হতে হবে।
ঘাটাইল উপজেলা কৃষি কর্মকতা দিলশাদ জাহান বলেন,হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারনে কিছু কিছু জমিতে ২৮ জাতের ধানে ব্লাস্ট আক্রান্ত হয়েছে।প্রাথমিক পর্যায়ে থাকলে আমরা কৃষকদের ছত্রাকনাশক ওষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছি।আক্রান্ত এলাকার খবর পেলে উপ-সহকারীরা গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।
ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড.হুমায়ুন কবীর বলেন,২-৩ বছর যাবৎ ২৮ ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।এ বছরও বিচ্ছিন্্নভাবে কিছু জমিতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।একারনে আমরা মসজিদ,মন্দির ও ইউনিয়ন পরিষদে গিয়ে কৃষকদের সচেতন করতে প্রচারনা চালাচ্ছি।২৮ ধানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আমরা ২৮ এর বিকল্প হিসেবে পরবর্তীতে ৮৮,৮৯,৯০ ও ৯২ জাতের বিরি ধান চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছি।