ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভূঞাপুরে ও ঘাটাইল উফশী-২৮ ধানে ব্লাস্ট রোগ

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:চলতি বোরো মৌসুমে ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন গ্রামে মাঠে উফশী-২৮ জাতের ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ।এ রোগের প্রভাবে ধানে চিটা হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।কৃষি বিভাগের মতে,উফশী-২৮ একটি অতি পুরানো জাত।এ জাতের ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।ফলে সহজে রোগ আক্রান্ত হয়।এ কারনে ২৮ জাতের বিকল্প হিসেবে এখন কৃষকদের বিরি-৮৮,৮৯ ও ৯০ জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হয়।
ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে ডাকিয়া পটল গ্রামের কৃষক স্বাধীন মিয়া জানান,‘আমাদের গ্রামে বেশ কিছু জমিতে ব্লাস্ট রোগের আক্রমন হয়েছে।ধানের শীষ বের হওয়ার পর পরই শীষের গোড়ায় পচন ধরে শীষ শুকিয়ে যাচ্ছে।আমার ১ বিঘা জমিতে ব্লাস্ট আক্রান্ত হয়েছে।কীটনাশক স্প্রে করার পরও ফল পাইনি।ধান কেটে গরুকে খাওয়াচ্ছি।’যোগীহাটি গ্রামের কৃষক আবুল কালাম বলেন,‘যে খেতে মরা রোগ ধরছে,হে খেতের সব ধান চিটা ।মনে অয় কাটা খরচ ওঠবো না।’
ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারী পাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান,‘আমগো পশ্চিম চড়ায় ধানে কি জানি রোগ দেহা দিছে।হইলদা হইয়া ধান গাছ মরতাছে।মনে অয় পাকিতে ২-৩ মোনের বেশি ধান অবো না।’
ঘাটাইল উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন,আমার এলাকায় এখনও ব্লাস্ট আক্রান্তের খবর পাইনি।তবে প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্ত করা গেলে দমন করা সম্ভব।তাই কৃষকদের সচেতন হতে হবে।
ঘাটাইল উপজেলা কৃষি কর্মকতা দিলশাদ জাহান বলেন,হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারনে কিছু কিছু জমিতে ২৮ জাতের ধানে ব্লাস্ট আক্রান্ত হয়েছে।প্রাথমিক পর্যায়ে থাকলে আমরা কৃষকদের ছত্রাকনাশক ওষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছি।আক্রান্ত এলাকার খবর পেলে উপ-সহকারীরা গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।
ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড.হুমায়ুন কবীর বলেন,২-৩ বছর যাবৎ ২৮ ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।এ বছরও বিচ্ছিন্্নভাবে কিছু জমিতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।একারনে আমরা মসজিদ,মন্দির ও ইউনিয়ন পরিষদে গিয়ে কৃষকদের সচেতন করতে প্রচারনা চালাচ্ছি।২৮ ধানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আমরা ২৮ এর বিকল্প হিসেবে পরবর্তীতে ৮৮,৮৯,৯০ ও ৯২ জাতের বিরি ধান চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছি।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |