ভূঞাপুরে কাবিখা প্রকল্প কাজের উদ্বোধন করলেন মশিউজ্জামান রোমেল


মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সংরক্ষিত নারী সংসদ সদস্য অপরাজিতা হকের দেয়া কাবিখা প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যালয়ের মাঠ সংস্কার ও মাটি ভরাট কাজের উদ্বোধন করা এবং শিক্ষকদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কার ও ভরাট কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার ও উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দীন, অলোয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদা ছালাম পপি, আলাউদ্দিন মাস্টার, ওয়াহেদুজ্জামান পলাশ, সাবেক ছাত্রনেতা ফরিদুজ্জামান রাসেল, সুরুজ্জামান, আবুল কালাম আজাদ, হুমায়ুন খানসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও উদ্বোধনকালে সংরক্ষিত নারী সংসদ সদস্য অপরাজিতা হকের বড় ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) বলেন, জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে জনগণকে জানাতে হবে ও নেত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হয়ে কাজ করতে হবে।