ভূঞাপুরে গণহত্যা ও ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ


মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
এ সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এছাড়াও স্মৃতিচারণ, আলোচনা সভা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।