ভূঞাপুরে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


aআ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু।
বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ মিঞা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহ জামাল, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হযরত আলী প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৯৬ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, মনোজ্ঞ জাদু প্রদর্শন ও নাটক মঞ্চস্থ করা হয়।