ভূঞাপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণউদ্বোধন করলেন এমপি ছোট মনির


মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর( টাঙ্গাইল)প্রতিনিধি: ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মশুর ডাল, খেসারি ডাল ও সবজি বীজের খাদ্য-শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ৪ হাজার ৬’শ ২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এমপি।
সোমবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারষ অধিদপ্তর। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবির।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদার মোহন, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক প্রমুখ।