ভূঞাপুরে শেহাব উদ্দিন ডিগ্রী কলেজের তোরণ ভেঙ্গে ফেলার অভিযোগ


আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা শেহাব উদ্দিন ডিগ্রী কলেজের তোরণ বুধবার (০৮ জুন’২৩) দিবাগত রাত ১টার দিকে ঠিকাদার হেকমত আলীর লালিত লোকজনরা সঙ্গবদ্ধ হয়ে সরকারি অর্থায়নে নির্মিত সাবেক এমপি মৃত খন্দকার আসাদুজ্জামান নামকরণ তোরণটি ভেঙ্গে ফেলেছে।
সরেজমিনে জানাযায়, ঠিকাদার হেকমত আলী ফলদা-আতাউল্লাহ নির্মিত সেতুর সরঞ্জামাদি সহজে নেওয়ার সুবিধায় এই তোরণটি উদ্দেশ্য প্রণোদিত হয়ে নিজে স্বার্থ লাভবানে তাঁর লালিত লোকজন দিয়ে রাতে আধাঁরে ভেঙ্গে ফেলে।
গত মে মাসে কলেজের একটি আলোচনা সভায় ঠিকারদার হেকমত আলী তোরণটি ভাঙ্গার প্রস্তাব রাখে। প্রস্তাবে কলেজ কর্তৃপক্ষ একমত না হওয়ায় সরকারি অর্থায়নে এই গেটটি তার ঠিকাদারি ব্যবসার লাভবানের জন্য, মূল্যবান তোরণ সম্পূর্ণ ভাঙ্গে ফেলায় কলেজ ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ শামছুল আলম জানান, এ ব্যাপারে থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে। আমি ন্যায় বিচারের আশাবাদী। ঠিকাদার মোঃ হেকমত আলী মুঠো ফোনে জানান, কাজের স¦ার্থে গেটটি আমার লোকেরা ভেঙ্গে ফেলেছে, আমি গেটটি পুনরায় নির্মান করে দিব।