ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভূঞাপুর ‘ইউএনও’র পাশে বীর মুক্তিযোদ্ধা রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর থেকে এ ব্যতিক্রমী কার্যক্রম চালু করেন তিনি। মঙ্গলবার ১৩ ডিসেম্বর দুপুরে সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধারা।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করে এ বাংলাদেশ স্বাধীন করেছেন তাদের সম্মানে নবাগত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমার পাশে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নির্ধারিত দুইটি চেয়ার রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশের রত্ন ও রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার কারিগর।

You must be Logged in to post comment.

মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |     পার্বতীপুরে ট্টাক উল্টে বিদ্যুতের খুটিতে            |