ভূঞাপুর ‘ইউএনও’র পাশে বীর মুক্তিযোদ্ধা রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন


মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর থেকে এ ব্যতিক্রমী কার্যক্রম চালু করেন তিনি। মঙ্গলবার ১৩ ডিসেম্বর দুপুরে সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধারা।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করে এ বাংলাদেশ স্বাধীন করেছেন তাদের সম্মানে নবাগত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমার পাশে বীর মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নির্ধারিত দুইটি চেয়ার রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশের রত্ন ও রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার কারিগর।