ঢাকা, শনিবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ভূমিদস্যুদের দখলদারিত্বে ঠাকুরগাঁওয়ের নদী হারিয়ে যাচ্ছে

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে সরকারি নদীর জায়গা দখল ও সরকারি ড্রেন ভেঙ্গে পাকা ঘর নির্মাণ করায় এলাকাবাসীর পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর অভিযোগপত্র প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গড়েয়া চোঙ্গাখাতার আলহাজ্ব রহিদুল ইসলাম, আব্দুস সামাদ সহ কয়েকজন বহমান পাথর ঘাটা নদীর জায়গা ভরাট করে এবং রহিদুল ইসলাম নদীর জায়গা ভরাট ও সরকারি ড্রেন ভেঙ্গে ফেলে জনগন ও এলাকাবাসীর যাতায়াতে প্রতিবন্ধকতা ও জলবদ্ধতার সৃষ্টি করে পাঁকা মার্কেটের কাজ চালাচ্ছে।

প্রায় বছর খানেক পূর্বে ঠাকুরগাঁও সহকারী ভূমি অফিসার এসে সরকারি নদীর জায়গা মেপে লাল পতাকা দিয়ে দখল মুক্ত করে যায় কিন্তু ছয় মাস যেতে না যেতে আবারও সেই জায়গা থেকে লাল পতাকা তুলে ফেলে মাটি ভরাট করে পাকা দোকান ও মার্কেট নির্মাণ কাজ করতে থাকে।

এলাকাবাসীর পক্ষ থেকে কয়েক দফা গড়েয়া ভূমি অফিস ও ঠাকুরগাঁও সহকারি ভূমি কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে গড়েয়া ভূমি কর্মকর্তা ঘটনা স্থলে এসে বাধা ও নোটিশ প্রদান করেন। বার বার নোটিশ ও বাধা প্রদান করার পরও আইন অমান্যকারী ও ভূমি দস্যু তার দোকান ও মার্কেট নির্মাণ কাজ অব্যাহত রেখেছে, শুধু তাই না টাকা ও দলীয় প্রভাবে বহমান পাথর ঘাটা নদীটির শ্রোতধারাকে পাল্টে দিয়েছে ভূমি দস্যু।

গড়েয়া হাটে ও আশেপাশে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে এই একটি মাত্র নদীর পানি দিয়ে আগুন নেভানোর কাজ করতো। এই ভূমি দস্যু ও কিছু অর্থ লোভীর কারণে নদীটির অস্তিত্ব বিলিন হয়ে যাচ্ছে।

গড়েয়া এলাকাবাসীর দাবি এই একটি মাত্র নদী যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জরুরী ভিত্তিতে তদন্ত করে জনসাধারণের স্বার্থে পাথর ঘাটা নদীটি দখল মুক্ত করে নদীটির পূর্ব স্রতধারা ফিরিয়ে আনা হোক এবং সরকারি ড্রেনটি সচল করে জনসাধারণের ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা হোক।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |