ভোলার তজুমদ্দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন।


এএসটি সাকিলঃ- ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য কালীরবাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
শনিবার সকল ১১টায় ৩নং চাঁদপুর ইউনিয়নের কালীরবাজার এলাকায় কালী মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন,মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রীবাস চন্দ্র দাস, বিট অফিসার এসআই মোঃ মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।