ভোলায় ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত


এএসটি সাকিলঃ- ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জনাব বিবেক সরকার, উপপরিচালক, স্থানীয় সরকার, ভোলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
গেস্ট অব অনার এর বক্তব্যে পুলিশ সুপার বলেন, শপথ বাক্যে আপনারা ‘সকলের’ তরে কাজ করার যে শপথ নিয়েছেন সেটি যেনো আপনাদের কাজে প্রকাশ পায়। আপনারা শপথের আলোকে সকল মানুষের সেবা করবেন এই প্রত্যাশা করি। পাশাপাশি নির্বাচনের পূর্বে দেওয়া জনগণের প্রতি আপনাদের ইশতেহারে বর্ণিত মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জমি সংক্রান্ত বিরোধ সহ সামাজিক সকল সমস্যাগুলো সমাধানে সচেষ্ট থাকবেন।
এ সময় জনাব আবদুল মোমিন টুলু, জেলা পরিষদ চেয়ারম্যান, ভোলা, সৈয়দ শফিকুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা, ভোলা, নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।