ভোলায় মোবাইল চোর চক্রের ১ সদস্য আটক; চোরাই ৬টি স্মার্ট ফোন উদ্ধার


এএসটি সাকিলঃ- ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন ইলিশা জংশন বাজার হতে বিভিন্ন মডেলের ৬টি চোরাই স্মার্ট ফোন সহ চোর চক্রের ১ সদস্যকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
অদ্য ০২/০২/২০২৩ তারিখ বৃহস্পতিবার এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স জেলা পুলিশের আইসিটি শাখার সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে চুরি হয়ে যাওয়া বিভিন্ন মডেলের ০৬টি স্মার্ট ফোন সহ মোঃ শাহাবুদ্দিন (২৫), ওয়ার্ড -০৬, পূর্ব ইলিশা ইউনিয়ন, থানা ও জেলা- ভোলাকে ইলিশা জংশন বাজার হতে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায় যে, বেশ কিছুদিন যাবত চোর চক্রটি ভোলার বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি করে কম দামে বিক্রি করে আসছে। তার দেয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতো চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।