মকবুলে’র বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার রুহিয়ায় মকবুলে’র বাড়িতে ভাংচুর ও টিন লুটপাটের অভিযোগ উঠেছে। জানা গেছে, থানার ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ণুপুর গ্রামের মৃত খাদেমুল ইসলামের পুত্র মকবুল হোসেনের দখলে থাকা জমি নিয়ে প্রতিবেশি মিজানুর রহমান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে একটি বিরোধ চলে আসছিল। এরই জেরে রুহিয়া থানা ও রুহিয়া ইউনিয়ন পরিষদে দফায় দফায় বিষয়টি নিয়ে বৈঠক হয়। বৈঠকে উভয়পক্ষ অঙ্গিকার করেন যে, কেউ কারো উপর হস্তক্ষেপ না করে কাগজ-পত্রসহ আইনজীবির নিকট বসে বিষয়টি সুরাহা করবেন। সিদ্ধান্ত মোতাবেক গত ১১ মার্চ বিকেলে ঠাকুরগাঁওয়ে আইনজীবির নিকট উভয়পক্ষ কাগজ-পত্র নিয়ে বসেন। উক্ত জমির প্রকৃত মালিক মকবুল একথা আইনজীবি জানালে ঐদিন সন্ধ্যায় আইনজীবি কার্যালয়ের পাশে মকবুলকে বিভিন্নরকম হুমকি-ধুমকি প্রদান করেন। উপায়ান্তর না পেয়ে মকবুল বাদী হয়ে ১২ মার্চ তারিখে নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭/১১৭ (সি) ধারায় একটি মামলা রুজু করেন। যার নং- এমপি ৭৩/১৮। ইতোমধ্যেই মকবুলের প্রতিপক্ষ মিজানুর রহমান ও মোস্তাফিজুর রহমান কে বিজ্ঞ আদালত কারণ দর্শানো নোটিশ জারি করেছেন। যার জবাব দাখিলের তারিখ ২৮ মার্চ ২০১৮ ধার্য্য রয়েছে। তা সত্তে¡ও মিজানুর ও মোস্তাফিজুর রহমান বাবলু গং স্ব-দলবলে বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে ধারালো অস্ত্র-সস্ত্রসহ সু-সজ্জিত হয়ে মকবুলের বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া, বাঁশের বেড়া ও সিমানা পিলার ভাংচুর চালিয়ে তান্ডবের সৃষ্টি করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে টিন, বাঁশ লুটপাট করে পালিয়ে যায় বলে মকবুল সাংবাদিকদের জানিয়েছেন। ঘটনাস্থল রুহিয়া থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় ও রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু পরিদর্শন করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।