মঠবাড়িয়ায় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপন


শাকিল আহমেদ মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার দুপুরে সপ্তাহব্যপী জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-১৮ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় আট শতাধীক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কৃমি নাশক ট্যাবলেট বিতরণ করা হয়।শেষে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বশির আহমেদ, সাবেক প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।