মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার


শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় হারজি টাকবাজার থেকে গতকাল বুধবার রাতে ২টি হত্যা ও ৩টি ডাকাতি মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত ইদ্রিস হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে। ডাকাত ইদ্রিস হাওলাদার উপজেলার পাঠাকাটা গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আবুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জনান, আজ বৃহস্পতিবার ডাকাত ইদ্রিস হালাদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।