ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় প্রভাব খাঁটিয়ে বসত বাড়ির উঠানে অবৈধ ইট পাঁজা ॥ প্রতিবাদ করায় দস্তাদস্তিতে জমির মালিকের মৃত্যু

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধি ঃ পিরোজপুরের মঠবাড়িয়ার আঙ্গুলকাটা গ্রামে অসহায় এক দিন মজুরের বসত বাড়ির উঠানের জমি জোর পূর্বক দখলে করে এক প্রভাবশালীর বিরুদ্ধে ইট পোড়ানের অভিযোগ পাওয়া গেছে। নিহত দিনমজুর অবৈধ পাঁজা বন্ধে স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি। গতকাল শুক্রবার অবৈধ পাঁজার মালিক হাবিব জমাদ্দার ও তার শ্রমিকরা জমির মালিক দিন মজুর বাদশা খাঁ (৫৮) এর ফলদ গাছ কেটে থরে থরে ইট সাজাতে গেলে এর প্রতিবাদ করলে বাক-বিতান্ডের একপর্যায় দস্তাদস্তিতে সে জ্ঞান হারিয়ে ফেলে। স্বজনরা ওই দিন দুপুরে অজ্ঞান অবস্থায় বাদশা খাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে আসলে কর্তব্যরত চিকিৎক বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। বরিশালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় বাদশা খাঁ মারা যান। বাদশা খায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে অসহায় ওই পরিবারকে জমি ছেড়ে দেওয়া ও ওই স্থলে ইট না পোড়ানো মৌখিক আশ্বাসে আজ শনিবার সকালে প্রভাবশালী একটি মহলের ইন্ধনে ইটের পাঁজার মালিক হাবিব জমাদ্দার তড়িগড়ি করে বাদশার খাঁয়ের লাশ দাফন করে। শনিবার সকালে সরেজমিনে গিয়ে জানাগেছে, আঙ্গুলকাটা গ্রামের অসহায় দিনমজুর বাদশা খাঁয়ের বসত বাড়ির উঠানে গত দু’ বছর ধরে হাবিব জমাদ্দার জোর পূর্বক পাঁজায় ইট পোড়ান। এতে দিনমজুর বাদশা খাঁয়ের নারিকেল, সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ আগুনের তাপে নষ্ট হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ পাঁজার মালিক হাবিব জমাদ্দার একজন দস্যু প্রকৃতির লোক। তার ভয়ে এলাকার কোন মানুষ মুখ খুলতে সাহস পায়না। নিহতের পুত্র ইব্রাহিম বাবু (১৪) অভিযোগ করে বলেন, যখনই আমরা এর প্রতিবাদ করেছি, তখনই আমাদেরকে জ্বলন্ত ইটের পাঁজায় নিক্ষেপ করে পুড়ে মেরে ফেলার হুমকি দেয়। বাদশা খাঁয়ের ছোট ভাই হতদরিদ্র এমাদুল হক খাঁ অভিযোগ করে বলেন, বিষয়টি নিহত বড় ভাইকে নিয়ে ৩/৪ দিন পূর্বে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি। নিহতের স্ত্রী তাসলিমা বেগম (৪০) জানান, তার স্বামী কিছু ধরে অসুস্থ্য থাকায় তিনি মঠবাড়িয়া পৌরশহরে তরকারি বিক্রি করে ৭ সদস্যের সংসার পরিচালনা করেন। এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার জি,এম, সরফরাজ জানান, নিহত বাদশা খাঁয়ের অভিযোগ পেয়ে ইটের পাঁজার মালিক হাবিব জমাদ্দারকে ডেকে আনি। ওই স্থানে আর ইট পোড়াবেনা মর্মে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেই। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, বাদশা খায়ের নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু নিহতে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |