ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মণিরামপুরে দুই নারীর আত্মহত্যা

যশোর অফিস: যশোরের মণিরামপুরে দুই নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মহত্যাকারী দুই নারী হলেন, উপজেলার ঝাঁপা গ্রামের সায়েদ আলীর মেয়ে রেক্সনা (৩২) ও মাহমুদকাটি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী সিনথিয়া খাতুন (২২)। শুক্রবার সকালে ও রাতে স্বজনরা তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।এরআগে বুধবার উপজেলার কামিনিডাঙ্গায় বিষপানে এক নারী ও মোহনপুরে গলায় ফাঁস দিয়ে আরেক নারী আত্মহত্যা করেছিলেন।মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই মান্নাফউজ্জামান বলেন, ‘স্বামী পরিত্যক্তা রেক্সনা বহুদিন ধরে ঝাঁপা গ্রামে বাবার বাড়িতে থাকতেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে স্বজনরা তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। রেক্সনা নিজ ঘরের ফ্যানের হুকের সঙ্গে রশি জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দুপুরে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’এদিকে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মাহমুদকাটি গ্রামে স্বামীর বাড়িতে সিনথিয়া খাতুন নামে এক গৃহবধূ নিজ শোয়ার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছেন। স্বজনার তাকে উদ্ধার করে স্থানীয় বাকোশপোল বাজারে নিলে সেখানকার জনৈক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিনথিয়ার স্বামী আব্দুল আজিজ মোল্যা বগুড়া সেনানিবাস এলাকায় দর্জির কাজ করেন।স্থানীয় ইউপি সদস্য তাইজুল ইসলাম মিলন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে রেক্সনা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজ ঘরের দরজা খোলা অবস্থায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে তিনি আত্মহত্যা করেন। তবে, আত্মহত্যার কারণ জানাতে পারেননি মেম্বর।

You must be Logged in to post comment.

গাংনীতে মরহুম গোলাম সরোয়ার ভলিবল টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত জামজামিকে হারিয়ে ঢেপা চ্যাম্পিয়ন     |     রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |