মনপুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম


এএসটি সাকিলঃ- মনপুরা থানা, ভোলা বার্ষিক পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম , পুলিশ সুপার, ভোলা । এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অফ অনার প্রদান করেন জনাব মোঃ মাসুম বিল্লাহ, সহকারি পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা এবং জনাব মোঃ সাঈদ আহমেদ, অফিসার ইনচার্জ, মনপুরা থানা, ভোলা।
পুলিশ সুপার মহোদয় মনপুরা থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় মনপুরা থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন। পরে অফিসার ও ফোর্সদের নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
এ সময় অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলা, পুলিশ পরিদর্শক (তদন্ত), মনপুরা থানা, ভোলা সহ মনপুরা থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।