মহাস্থানে জুয়া খেলার অপরাধে ১৭ জুয়ারু আটক


শমশের নুর খোকন : মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: মহাস্থানে জুয়া খেলার অপরাধে ১৭ জুয়ারু কে আটক করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যে রাতে শিবগঞ্জ থানা পুলিশ মথুরা রোডে মহাস্থান মহেগণী বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন জুয়ারু কে আটক করেছে। জানা যায়, বেশ কয়েক মাস আগে থেকেই এই সব জুয়ারীরা লক্ষ লক্ষ টাকার জুয়া খেলে আসছিলো। এখবর পাওয়ার পর শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ১৭ জন জুয়ারুকে আটক করে। এব্যাপারে গতকাল শিবগঞ্জ থানা পুলিশের সাথে কথা বললে থানা পুলিশ জানায়, সব জুয়ারুকে কোর্টে চালান করা হবে। এদিকে জুয়ারুদের তদবীর ও ছাড়িয়ে নিতে দুই জন তদবীরবাজ কে থানার সামনে জটলা পাঁকাতে দেখা গেছে ।