ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মাথা গোঁজার ঠাঁই মিললো মণিরামপুরের প্রতিবন্ধী খালেকের

যশোর অফিস:যশোরের মণিরামপুর উপজেলার মধুপুর গ্রামের প্রতিবন্ধী হতদরিদ্র আব্দুল খালেক (৬০)। স্ত্রী সন্তানদের নিয়ে বহু বছর ধরে তিনি পথে পথে। জীবনের ১২ টি বছর কাটিয়েছেন রেললাইনের পাশে ঝুপড়ি ঘরে। সেখান থেকে বিতাড়িত হয়ে আশ্রয় মেলে মধুপুর গ্রামের আবু হায়দারের বাগানে। সেখানে ছিলেন আট বছর। ভূমিহীন হওয়ায় খালেক এক আশ্রয় ছেড়ে ঠাঁই নিয়েছেন আরেক আশ্রয়ে। সর্বশেষ যেখানে ছিলেন, সেখানেও থাকা হলো না তার। মালিকপক্ষ একাধিকবার তাকে তাড়িয়ে দিতে উদ্যত হন। অবশেষে স্থায়ী ঠিকানা মিলেছে তার। মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ তাকে সরকারি আট শতক জমি দিয়েছেন। সেখানে এখন আশ্রয় নিয়েছেন আব্দুল খালেক। আব্দুল খালেকের জন্মস্থান যশোরের ঝিকরগাছা উপজেলার আমিনি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। জন্ম থেকেই প্রতিবন্ধী খালেক। অন্যের জমিতে কামলা খেটে সংসার চলে তার। বাম পা বাঁকা হওয়ায় তিনি ঠিকমত কাজ করতে পারেন না। ফলে তাকে কাজে নিতে জমির মালিকদের বরাবরই অহীনা। স্ত্রী খাইরুন নেছা, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে খালেকের সংসার। তার একমাত্র ছেলে জিন্নাত আলী (২২) প্রতিবন্ধী। দুই মেয়েকে বিয়ে দিলেও বড় মেয়ে স্বামী পরিত্যাক্তা। মণিরামপুর উপজেলার মধুপুর গ্রামের দিদার বক্সের মেয়ে খাইরুন নেছাকে বিয়ে করার সূত্রে তিনি ওই এলাকায় আশ্রয় নিয়েছেন। শ^শুর দিদার বক্স মৃত্যুর আগে মেয়েদের বাদ রেখে তার দুই ছেলের নামে সম্পদ লিখে দিয়েছেন। ফলে শ^শুর বাড়ি ঠাঁই পাননি খালেক। মধুপুরের আবু হায়দার নামের যে লোকের বাগানে আট বছর কাটিয়েছেন খালেক, সেখান থেকে তিনি বিতাড়িত হয়েছেন। কোথাও আশ্রয় নেই বলে মাসখানেক আগে হরিহরনগর ইউনিয়ন ভূমি অফিসে খাস জমি বন্দোবস্ত চেয়ে আবেদন করেন খালেক। সেই সূত্রে এসিল্যান্ড হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ তাকে ওই এলাকায় সরকারি আট শতক জমি দিয়েছেন।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |