মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং


পঞ্চগড় প্রতিনিধিঃ “জীবনকে ভালবাসুন, মাদককে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে জেলা তথ্য অফিস ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১ মার্চ) দুুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলার আইন শৃঙ্্খলা বাহিনী সমূহের ২০১৭ সালের মাদক উদ্ধার ও মামলা সংক্রান্ত তথ্য, জেলায় মাদক কেনা-বেচা এবং তরুণদের মাদকের ভয়াবহতা হতে বাঁচাতে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক প্রতিরোধে সভা সেমিনারের বিষয় তুলে ধরা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সহকারী পরিচালক শহীদুল মানাফ কবীর জানান, ২০১৭ সালে ৮৫৬ বোতল ফেন্সিডিল, ১৬ কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ২২ পিস ইয়াবা, ৯১ পিছ ইনজেকশন, ১৯৫ বোতল ভারতীয় মদ, ১৩২ লিটার চোলাই মদ ও ৮০০ লিটার ওয়াশ মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ হয়। তবে জব্দকৃত মালামাল প্রসঙ্গে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা বলেন, এ জব্দকৃত মালামাল আটক হিসেবে অতি নগন্য। অধিকাংশ পুলিশ ও বিজিবি সদস্যরা মাদক দ্রব্য আটক করলেও তা জব্দ দেখায় না এবং টাকার বিনিময়ে অধিকাংশ মাদক সেবি ও ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া হয়। মাদক কেনা বেঁচায় পুলিশ প্রশাসনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আগে সৎ হয়ে তার পর অভিযান চালাতে বললেন। তা হলেই পঞ্চগড় জেলাকে মাদক মুক্ত করা সম্ভব । অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অতিন কমুার কুন্ড ু(এডিএম)এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন,জেলা তথ্য অফিসার আলমগীর কবির, পঞ্চগড় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শহীদুল মানাফ কবীর , পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাপ্তাহিক পঞ্চবার্তার সম্পাদক আলমগীর জলিল সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা।#