মাদক বিরোধী অভিযান : গাংনীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ সাহিদুল ইসলাম নামের এক গাঁজা ব্যবসঅয়ীকে আটক করেছে ।
সোমবার সাড়ে ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী সাহিদুল ইসলাম সাহারবাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদকদ্রব্য অধিদপ্তরের অন্যান্য সদস্যরা সাহারবাটি গ্রামের সাহিদুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এসময় পুলিশ সাহিদুল ইসলামের বাড়ি তল্লাশী করে তার শোয়ার ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরী বাক্সের মধ্যে থেকে পালাষ্টিকের বস্তা বোঝায় সাড়ে ৩ কেজি গাঁজা উদ্দঅর করা হয়।
এ ঘটনায় গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীয় ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।