মাদারীপরে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত


জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের সরকারী রাজৈর ডিগ্রি কলেজ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হলো শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
রাজৈর উপজেলার চারটি কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। কলেজগুলো হলো সরকারী রাজৈর ডিগ্রি কলেজ, কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ ,কদমবাড়ী ইউনিয়ন মহাবিদ্যালয় ও লুন্দি শেখ রাসেল ডিগ্রি কলেজ।
রাজৈর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা সভাপতিত্বে এবং প্রভাষক নিত্যানন্দ হালদারের সঞ্চালনায় প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন কদমবাড়ী ইউনিয়ন কলেজের প্রভাষক গোবিন্দ লাল বৈদ্য,কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কাওসার আলম মিঠু ও লুন্দি শেখ রাসেল ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মঞ্জুর রহমান।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সরকারী রাজৈর ডিগ্রি কলেজ,দ্বিতীয় স্থান অধিকার করেছে কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ,তৃতীয় স্থান অধিকার করেছে কদমবাড়ী ইউনিয়ন কলেজ ও চতুর্থ স্থান অধিকার করেছে লুন্দি শেখ রাসেল ডিগ্রি কলেজ।