মাদারীপুরের ফেসবুক প্রেমের ফাঁদে ফেলে অপহরণ মূল হোতাসহ গ্রেফতার-৫


জহিদ হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধি:মোবাইল ও ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাদে ফেলে অপহরণ এবং মুক্তিপন আদায়ের অভিযোগে এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের চানপট্রি এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ এবং মুক্তিপণ আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে এক যুবতিসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে রাজৈর থানার পুলিশ।গ্রেফতারকৃতরা হচ্ছে সুমাইয়া আক্তার(২৪),বাবুল শেখ(৩৮),সাইদুর রহমান মুন্সি(২৮),ইকবাল মাতুব্বর(২৩)ও রফিক মাতুব্বর(২০)। পুলিশ এদের কাছ থেকে একটি ল্যাপটপ ও কয়েকটি মোবাল ফোন জব্দ করেছে।এই চক্রটি দীর্ঘদিন যাবৎ এ ঘটনা ঘটিয়ে আসছে বলে জানা গেছে।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজৈর থানায় মামলা হয়েছে।আসামীদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।