মাদারীপুরে আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ


জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার ২দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ছিল স্কুলের ১০৩তম বার্ষিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিটন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান, রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রদীপ চন্দ্র মন্ডল, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায়, আমগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জমির খান ও বর্তমান চেয়ারম্যান সুভাষ চন্দ্র সরকার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্য।