মাদারীপুরে চোরকে পিটিয়ে হত্যা, আটক-২


জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে চুরি করার সময় গোবিন্দ রায়(৫০) নামে এক চোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আকট করেছে রাজৈর থানার পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোবিন্দ একই গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।
আটককৃতরা হলেন, উপজেলার গোয়ালবাথান গ্রামের সুকদেব মালো (৪০) ও তার স্ত্রী বীথি মন্ডল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে গোয়ালবাথান গ্রামের সানাল মালোর ছেলে সুকদেব মালোর ঘরের টিন খুলে ভিতরে প্রবেশ করে চোর গোবিন্দ। এসময় টের পেয়ে আসপাশের লোকজন ডাক দেয় সুকদেব। একপর্যায়ে হাতেনাতে ধরা পড়ার পর স্থানীয়দের গণপিটুনিতে তিনি মারা যায়। পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকায় চুরি হওয়া বাড়ির মালিক সুকদেব ও তার স্ত্রী বীথিকে আটক করা হয়।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আকট করা হয়েছে। মামলা দায়ের করা হবে।