ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মাদারীপুরে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ,গুলিবিদ্ধ ছাত্রী,পুলিশসহ আহত ৩৫

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছে কমপক্ষে ২০জন। এছাড়াও পুলিশের ৫ কর্মকর্তাসহ আহত হয়েছে আরো ১৫ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড গুলিবর্ষন করে। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় প্রেরণ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যার পাভেলুর রহমান শফিক খানের সমর্থক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীব সরদারের সাথে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খানের সমর্থক মুনজুরের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্ধ চলে আসছিল। শুক্রবার রাত ১১টার দিকে যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের উপড় হামলা করে। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে কলেজ ছাত্রী ও শিশুসহ কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা হলেন আবির, সাইফুল, রাজু, মাসুম বিল্লাহ,ফারজাহান আক্তার, মিথি বাইন,মনি আক্তার, রিয়া আক্তার,সজিব ফকির, কানন শরীফ, হাসান ফকির, সাদরী শরীফ (১১), হাসান মাতুব্বর, আন্তরা আক্তার, রবিন মৃধা, ফরিদ, রুহুল আমিন ,মিরাজ, আল-আমিন।

এছাড়াও এসআই শ্যামল, এসআই হাসানুজ্জামান, এএসআই আসগর আলীসহ ৫ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিক ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপর ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। এব্যপারে মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরানুর রহমান সনেট বলেন, আহত হয়েছে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ফরিদপর ও ঢাকায় প্রেরন করা হয়েছে। মাদারীপুর সদর থানার এসআই প্রদীপ কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এঘটনায় আমাদের কয়েক সদস্য আহত হয়েছে।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |