ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

জাহিদ হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প পরিচালক, যুগ্ম সচিব সুব্রত পাল চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুনীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. ওবাইদুর রহমান খান, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী সমীর কুমার কুন্ডু প্রমুখ।
প্রশিক্ষণের সঞ্চালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কাজী মো. লিয়াকত হোসেন।

You must be Logged in to post comment.

বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |         |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |