মাদারীপুরে প্রতারক চক্রের ১৪ নারী সদস্য আটক


জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকা থেকে গত শনিবার দুপুরে প্রতারক চক্র সন্দেহে ১৪ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সকলের বাড়ী ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর উপজেলায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি (সাধুর ব্রীজ) নামক এলাকায় বাস থেকে নারী সদস্যও দলটি অটোভ্যানে গ্রাম এলাকায় যাবার সময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
রাজৈর থানার ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদ এর পড় জানাযায় তারা হলো যাযাবর দলের লোক ।