মাদারীপুরে বিষক্ত সাপেড় কামড়ে কৃষকের মৃত্যু


জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের বিষক্ত সাপেড় কামড়ে আলম বেপারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত মঈনুদ্দিন বেপারীর ছেলে।স্থানীয় সূত্র জানাযায়, সুতারকান্দি গ্রামে শনিবার রাতে একটি ইরি ধানের জমিতে আলম পরিচর্যা করতে যায়। এসময় বিষাক্ত সাপে কামড় দিলে তাকে স্থানীয়রা বাড়িতে এনে স্থানীয় কবিরাজদের দিয়ে বিষ নামনোর চেষ্টা করা হয়। কিন্তু তার জ্ঞান না ফিরলে তার পরিবারের স্বজনেরা তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাজৈর উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা (টিএইচও) প্রদীপ কুমার বলেন, সাপে কামড় দেয়ার অনেক পরে আমাদের এখানে চিকিৎসার জন্য আনা হয় আলম বেপারীকে। এর আগে সাপের বিষাক্ত বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে। সময় মতো আনা হলে তাকে বাঁচানো যেত।