মাদারীপুরে মাদ্রাসার ছাত্রকে ২দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ


জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের ধ্বজী হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে নির্যাতন করে ২দিন আটকে রাখার অভিযোগ উঠেছে এক শিক্ষকের নামে।
অভিযোগ ও পুলিশ সুত্রে ও যানাযায় কালকিনি পৌর এলাকার উত্তর জনারদন্দী গ্রামের মোঃ হোসেন সরদার এর ছেলে মোঃ আরিফুল ইসলাম(১৪) গত বুধবার রাত দশটার সময় মাওলানা মোরশেদ তার রুমে নিয়ে জোরা বেতদিয়ে শরীরের বিভিন্ন অংগে পিটিয়ে রক্তাত্ব করেদেয়। কেউযেন যানতে না পারে তার জন্য তাকে রুমে ২দিন পর্যন্ত তালা বদ্ধ করে রাখে এবং কোন চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। আজ সন্ধায় বাথ রুমে যাব বলে পালিয়ে আসে ছাত্রটি। সে ধ¦জী হাফিজিয়া মাদ্রাসার শাতপাড়ার (হাফিজি) ছাত্র। ঐ ছাত্র বলেন আমাদের মাদ্রাসায় মঙ্গল বার রাতে মাহফিলে শামিম নামক এক ছাত্রকে পাহারা দেওয়ার জন্য বলেন যাতে ঐ ছাত্র কোথায় যায় কি করে আমাকে বলবি কিন্তু আমি তা করিনি তাই আমাকে মারধোর করে আটকে রাখে। মোঃ আরিফুল ইসলাম এর মা বলেন এমন পাশন্ড শিক্ষকের বিচার চাই। অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি। ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন অভিযোগ নেওয়া হয়েছে আমরা ব্যাবস্থা নিচ্ছি।