মাদারীপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান


জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা হিসেবে বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার উৎরাইল এমএল. উচ্চ বিদ্যালয়ের অর্ধশত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী সামসুন নাহার রোজী। শনিবার (৩মার্চ) সকালে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এ আর্থিক অনুদান প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছরের মতো এ বছরও উপজেলার গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা এই বৃত্তি পেয়ে থাকে।চৌধুরী সামসুন নাহার রোজী যুক্তরাজ্য আওয়ামীলী এর উপদেষ্টা পরিষদের ও মহিলা আওয়ামীলীগের সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য। উৎরাইল এমএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল আলম বলেন,‘প্রতি বছরই সামসুন নাহার চৌধুরীর পক্ষ থেকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এবছর এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পেল। এছাড়াও বিদ্যালয়ের উন্নয়নে তিনি বিভিন্ন সময়ে আর্থিক অনুদানসহ নানা সহযোগিতা করে থাকে।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাব ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।