মাদারীপুরে সময় টেলিভিশনের ৭ম প্রতিষ্ঠাতাবার্ষিকী পালিত


জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর শহরের এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে বুধবার সকাল ১০ টায় সময় টেভিভিশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কেক কাটা, আলোচনা সভা ও অতিথিদের পাশাপাশি জেলা থেকে প্রকাশিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এবং জেলার সিনিয়র সাংবাদিকদের বিশেষ পুরষ্কার তুলে দেয়া হয় সময় টেলিভিশনের মাদারীপুরের সাব-ব্যুরো অফিসের পক্ষ থেকে।সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিতের সভাপতিত্বে ও স্থাানীয় প্রত্রিকা দৈনিক বি¯েœশনের সম্পাদক জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সিভিল সার্জন ফরিদ হোসেন , সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান খান, ডেইলী মরনিং গ্লোরীর সম্পাদক ও প্রকাশক এবং জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক, বজলুর রহমান (মন্টু)খান, সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, বিশিষ্ট ব্যাবসায়ী আসাদুজ্জামান লিটন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, জেলার সাংবাদিক বৃন্দ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, সাধারণ সম্পাদাক সাইফুর রহমান রুবেল খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীরসহ রাজনৈতিক-সামাজিক ও সুধি সমাজের বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সময় সংবাদের সাফল্য কামনা করেন।