ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাহিদ হাসান,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে সাজাপ্রাপ্ত পলাতক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার হৃদয়নন্দী ও দিঘলিয়া কাশিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি লাকী বেগম (২৮) রাজৈর পৌরসভার ২নং ওয়ার্ডের হৃদয়নন্দী এলাকার নুর হোসেন ফকিরের মেয়ে ও রানা ভাঙ্গি (২৮) উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দিঘলিয়া কাশিমপুর গ্রামের ইউসুফ ভাঙ্গির ছেলে।

রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান জানান, ২০১৭ সালে লাকী বেগমকে ৫৫ পিচ ও রানাকে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করে মাদক মামলা দেয়া হয়। পরে তারা জেল হাজত থেকে জামিনে এসে পলাতক হয়। সে মামলায় আদালত লাকীকে ৪ বছর ও রানাকে ৫ বছর কারাদন্ড সাজা দেন। এরপর থানায় ওয়ারেন্ট আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এএসআই মিজানুর রহমান ও এএসআই আবুল হোসেন তাদের গ্রেফতার করতে সক্ষম হন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |