ঢাকা, সোমবার, ২৯শে মে ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মাদারীপুরে সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাহিদ হাসান,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে সাজাপ্রাপ্ত পলাতক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার হৃদয়নন্দী ও দিঘলিয়া কাশিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি লাকী বেগম (২৮) রাজৈর পৌরসভার ২নং ওয়ার্ডের হৃদয়নন্দী এলাকার নুর হোসেন ফকিরের মেয়ে ও রানা ভাঙ্গি (২৮) উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দিঘলিয়া কাশিমপুর গ্রামের ইউসুফ ভাঙ্গির ছেলে।

রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান জানান, ২০১৭ সালে লাকী বেগমকে ৫৫ পিচ ও রানাকে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করে মাদক মামলা দেয়া হয়। পরে তারা জেল হাজত থেকে জামিনে এসে পলাতক হয়। সে মামলায় আদালত লাকীকে ৪ বছর ও রানাকে ৫ বছর কারাদন্ড সাজা দেন। এরপর থানায় ওয়ারেন্ট আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এএসআই মিজানুর রহমান ও এএসআই আবুল হোসেন তাদের গ্রেফতার করতে সক্ষম হন।

You must be Logged in to post comment.

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |     লালমনিরহাটে হোটেলের খাবার খেয়ে অসুস্থ ২০     |     আওয়ামী লীগ নেতার মিল চাতাল দখলের অভিযোগ     |     রূপসায় আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক — শিক্ষার্থী ভুগছে  নিরাপত্তা হীনতায়    কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা এলাকাবাসির     |     টাঙ্গাইলে মাছের দোকান ভাগাভাগি নিয়ে খুন হন ব্যবসায়ী বাপ্পী     |     টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত     |     বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক অনুষ্ঠান উপলক্ষে পঞ্চগড়ে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প     |     ঝিকরগাছায় ম্যানেজ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক হয়েছেন আনারুল ইসলাম     |