ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মাদারীপুরে সৌখিন শিল্পী জাকির হোসেন তালুকদার প্রধানমন্ত্রীকে উপহার দিতে নৌকাসেতুর মডেল তৈরি করেছে

জাহিদ হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধি : তিন বছর আগে পদ্মাসেতু ও এক বছর আগে লাল সবুজের পার্কের মডেল তৈরি করে জেলাবাসীর ভালবাসা ও উৎসাহ কুড়িয়েছে স্বশিক্ষিত বেকার যুবক জাকির হোসেন তালুকদার। এই সৌখিন শিল্পী এবার প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা দিয়ে এই ডিজিটাল যুগে তৈরি করেছে নৌকাসেতুর মডেল। জাকির এ উপহারটি জাকির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চায়। এ ব্যাপারে মাদারীপুর প্রশাসন সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
জাকির হোসেন অনেক কষ্ট করে ২৫ বছর পার করেছে। পরিবারের অভাব ও বাবা না থাকায় পড়াশুনা করতে পারেনি। তারপর নিজ মেধা বিকশিত করার জন্য ধার দেনা করে একাধিকবার অনেক কিছু নির্মাণ করেছে। জেলাবাসীর ভালবাসা আর উৎসাহ ছাড়া কোন প্রকার পৃষ্ঠপোষকতা পায়নি সে। জাকিরের মেধা থাকলেও পরিপূর্নভাবে তা বিকশিত করতে পারছে না। সে তিন বছর আগে পদ্মাসেতুর নমুনা অনুযায়ী একটি অস্থায়ী ভ্রাম্যমাণ সেতু তৈরি করেছিল। এরপর ধার দেনা করে দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি করে লাল সবুজ নামে একটি অস্থায়ী ভ্রাম্যমাণ পার্ক। চলতি বছর ৬ মাস চেষ্টা একটি নৌকাসেতুর মডেল তৈরি করেছে। নৌকাসেতুর পাশে একটি গ্রাম দেখানো হয়েছে; যেখানে বর্তমান সরকারের অঙ্গীকার হিসেবে প্রত্যেক ঘরে-ঘরে বিদ্যুৎতের বাতি জ্বলছে। সেতুর পাশেই বিদেশীদের জন্য পর্যটক ভবন এবং সেতুটির উভয় পাশে দেখানো হয়েছে শব্দ দূষণ, বায়ূ দূষণ ছাড়া কলকারখানা। যা দেখার জন্য প্রতিদিন শতশত দর্শক ভীড় করছে জাকিরের বাড়িতে। জাকির হোসেন মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের খাগদী (বাসস্টান্ড) এলাকার সোবাহান তালুকদারের ছেলে।
এই নৌকাসেতুর মডেল দেখতে আসা রতন, আলিফ, ফরিদ, হোসাইন, আরিফ, সোহাগ, রশিদ, সাইফুল, সামচুল, শাকিলা, ভানু বেগমসহ একাধিক দর্শনার্থী বলেন, ‘এই ছেলেটি অনেক মেধা রয়েছে। সে কয়েক বছর আগে একটি পদ্মাসেতু তৈরি করে দেখিয়েছিল। তারপর তৈরি করেছে একটি সুন্দর লাল সবুজের পার্ক। এখন প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য তৈরি করেছেন একটি নৌকাসেতুর মডেল। আমরা প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য তৈরি করা চিত্রকর্মটি দেখতে অনেক দুর থেকে এসেছি।’
সৌখিন শিল্পী জাকির হোসেন বলেন, ‘আমি টাকার অভাবে পড়ালেখা করতে পারিনি। তবে আমি এই দেশকে নতুন নতুন কিছু তৈরি করে দেখাতে চাই। আর এর জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। আমি আমার এই স্বপ্ন পুরণে এর আগেও আমার সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাকে সুযোগ দিলে নতুন কিছু করে দেখাতে পারবো। আর আমি এই উপহারটি আমার দেশের জনগণের আস্থারস্থল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চাই। আমার বিশ্বাস তিনি উপহারটি সাদরে গ্রহণ করবেন।’
মাদারীপুর জেলা তথ্য অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘জাকির যে নৌকাসেতুর মডেল তৈরি করেছে প্রধানমন্ত্রীকে দেয়ার জন্য। আমি অনুরোধ করবো জেলা প্রশাসনকে তার এই উদ্ভাবনীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে আরও ভালো কিছু করার সুযোগ করে দেয়ার। আমি অনুরোধ করবো দেশের প্রকোশলীদের জাকিরের এই মেধাকে সঠিক কাজে লাগানোর জন্য সহযোগীতা করতে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জাকিরের এই উপহারটি গ্রহণ করে তাকে আরো ভালো কিছু করার উৎসাহ যোগাবেন।’
মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পারলাম জাকির নামে একটি ছেলে নৌকাসেতুর মডেল তৈরি করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য। তবে সে যদি লিখিতভাবে আমাদের বিষয়টি জানায় তাহলে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।’

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |