মাদারীপুরে ৬৯তম বাৎসরিক ইসালে ছওয়াব ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত


জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলা কুকরাইল পখিরা দরবার শরীফ, আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে গত বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী সকাল থেকে রাত পর্যন্ত এক দিন ব্যাপী ৬৯ তম বাৎসরিক ইসালে ছওয়াব ওয়াজ মাহ্ফিল ও আখেরী মোনাজাত সম্পূর্ন হয়েছে।
পখীরা মরহুম শাহ্-সুফি আলহাজ¦ হজরত মাওলানা নূর-মোহাম্মাদ পীরসাহেব (রহঃ) তার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মাদারীপুর কুকরাইল আহমাদিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে,আলহাজ¦ হজরত মাওলানা ছগীর মাহামুদ,(পীরসাহেব পখীরা)ও আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠতা সদস্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান,আলহাজ¦ মিয়াজউদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নছিহাত করেন ফুরফুরার পীর আলহাজ হজরত মাওলানা ইউনুস সিদ্দিকী আল কুরাইশী (ভারত)। দেশ বরন্য জাতী ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিভিন্ন ওলামায়েকরাম তাসরীফ এনে ওয়াজ নছিয়াত করেন এবং আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষে তোবারক বিতরন করা হয়।