ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুর জেলা লকডাউন ঘোষণা

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: নভেল করোনাইভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় মাদারীপুর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত রাত ১০টা থেকে এই আদেশ বহাল থাকবে বলেও জানানো হয়েছে। জেলার তিনটি উপজেলা এর আগেই লকডাউন ঘোষণা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আদেশের ফলে এই জেলা থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না। একই সঙ্গে অন্য জেলা থেকে কেউ এই জেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। এমন কি জাতীয়, আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথ দিয়ে যাতায়াতও এসময় সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়া জেলায় সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষি পণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী এবং সরকার কর্তৃক সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিসেবা-এর আওতা বহির্ভূত থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত ১৯ মার্চ জেলার শিবচর উপজেলা, ১২ এপ্রিল রাজৈর ও কালকিনি উপজেলা লকডাউন করা হয়েছিল।
এব্যাপারে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, জেলার সকল হাট-বাজার সামাজিক দূরত্ব মেনে খোলা মাঠে বা উন্মুক্ত স্থানে করা হয়েছে। এই সব জায়গায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচামাল কেনাবেচা যাবে। এছাড়া সরকার কর্তৃক ঘোষিত বিধি-বিধান মেনে চলতে হবে। কেউ এই আদেশ অমান্য করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মাদারীপুর জেলায় এই পর্যন্ত ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শিবচর ১৫ জন, সদরে ২ জন, কালকিনি ও রাজৈর একজন করে আক্রান্ত হয়েছেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |