ঢাকা, শনিবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মাদারীপুর জেলা লকডাউন ঘোষণা

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: নভেল করোনাইভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় মাদারীপুর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত রাত ১০টা থেকে এই আদেশ বহাল থাকবে বলেও জানানো হয়েছে। জেলার তিনটি উপজেলা এর আগেই লকডাউন ঘোষণা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আদেশের ফলে এই জেলা থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না। একই সঙ্গে অন্য জেলা থেকে কেউ এই জেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। এমন কি জাতীয়, আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথ দিয়ে যাতায়াতও এসময় সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়া জেলায় সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষি পণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী এবং সরকার কর্তৃক সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিসেবা-এর আওতা বহির্ভূত থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত ১৯ মার্চ জেলার শিবচর উপজেলা, ১২ এপ্রিল রাজৈর ও কালকিনি উপজেলা লকডাউন করা হয়েছিল।
এব্যাপারে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, জেলার সকল হাট-বাজার সামাজিক দূরত্ব মেনে খোলা মাঠে বা উন্মুক্ত স্থানে করা হয়েছে। এই সব জায়গায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচামাল কেনাবেচা যাবে। এছাড়া সরকার কর্তৃক ঘোষিত বিধি-বিধান মেনে চলতে হবে। কেউ এই আদেশ অমান্য করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মাদারীপুর জেলায় এই পর্যন্ত ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শিবচর ১৫ জন, সদরে ২ জন, কালকিনি ও রাজৈর একজন করে আক্রান্ত হয়েছেন।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |