মাদারীপুর রাজৈরের কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উৎযাপন


জাহিদ হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজে বুধবার ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উদ্যাপিত হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ গোলাম মহসীন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মৃনাল গাইন। প্রধান আলোচক হিসাবে বয়ান করেন আলহাজ¦ হযরত মাওঃ মোঃ আব্দুল মান্নান দাড়িয়া। এ সময় ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিযোগিতামূলক কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও নবীর জীবনী শীর্ষক বক্তব্য অনুষ্ঠিত হয়। বিচারক প্যানেলে সহকারী অধ্যাপক মাওঃ আনোয়ার হোসেন, আমিনুর রহমান, আব্দুল কাদের ও জাহিদ হাচান দায়িত্ব পালন করেন। উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কাওসার আলম।