মাদারীপুর রাজৈরে শশুড়বাড়ী থেকে জামাইয়ের লাশ উদ্ধার


জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর রাজৈর উপজেলার কোদালিয়া বাজিতপুর এলাকা থেকে গলায় গামছা পেচানো শ^শুড়বাড়ী থেকে জামাই রানা মৃর্ধা (২৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রানার পরিবারের অভিযোগ রানাকে শারিরিক ও শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে শশুড়বাড়ীর লোকজন।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর রাজৈর উপজেলার বাজিতপুর ইউনয়নের কোদালিয়া বাজিতপুর গ্রামের আক্কাস মৃর্ধার ছেলে রানার সাথে একই ইউনিয়নের সাতারিয়া গ্রামের জাহাঙ্গীর খন্দকারের মেয়ে মাফুজা খন্দকার পিপাসার সাথে বিবাহ সম্পন্ন হয়। তবে মেয়ের মা বিয়ের পরও ছেলেটিকে মেনে নিতে পারেনি। তাদের সংসারে বর্তমানে একটি ফুটফুটে একবছর বয়সী একটি কণ্যা সন্তান রয়েছে। পিপাসা বর্তমানে অর্নাসে পড়ছে আর ছেলের তেমন কোন পড়াশুনা নেই। এই নিয়ে শ^শুড়বাড়ী বেড়াতে গেলেই পারিবারিক কলহ লেগেই থাকতো। গতকাল রাতে রানা শ^শুড়বাড়ী বেড়াতে যায় শনিবার সকালে শ^শুড়বাড়ীর লোকজন ফোন দিয়ে রানার পরিবারকে জানায়,রানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে রানার পরিবারের লোকজন ও পুলিশ গিয়ে রানার লাশ উদ্ধার করে। তবে প্রাথমিক ধারনা করা হচ্ছে রানাকে শারীরিক অত্যাচার বা শ্বাসরোধ করায় সে মারা যেতে পারে। এরপর নাটকিও ভাবে গলায় গামছা পেচিয়ে রাখা হয়েছে।
রানার মামি সুমা বলেন আমার ভাগ্নাকে গলায় গামছা পেছানো অবস্থায় নিচে পেয়েছি। তাকে হত্যা করা হয়েছে। রানা শ^শুড়বাড়ীর লোকজন আত্মহত্যা বলে চালিয়েছে,আমি এর সঠিক বিচার চাই।
রাজৈর থানার ওসি (অপারেশন) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।