মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২.১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান পালন।


বোদা পঞ্চগড় প্রতিনিধি: আজ বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ ধাপে ২২,১০১ টি গৃহ ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এই সময় ১২ টি জেলা এবং ১২৩ টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শনী করা হয়।
বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব আব্দুল কাদের, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, সহকারী কমিশনার (ভূমি), মো: ইমরানুজ্জামান, বোদা পৌরসভার মেয়র আজহার আলী, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ জিয়াউর রহমান উপজেলা শিক্ষা অফিসার, মো: শাহজাহান মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ আব্দুল্লা আর ইমরান
সহ অনেকেই আশ্রয়ন প্রকল্পের গৃহ পাওয়া উপকারভোগী প্রমুখ।