মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা মুখে ৫ কেজি ওজনের ভার নিয়ে চলেছে অসহায় জীবন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামের তছলিম উদ্দিনের ছেলে অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তি, মমতাজ উদ্দিন।২০১২ সালে শরীরে একটি ফোরা উঠে।চিকিৎসকের পরামর্শ মোতাবেক অপারেশন করে তার আপারেশন করা হয়।তার পর থেকে আস্তে আস্তে শরীরের অবনতি ঘটতে থাকে । বর্তমানে তার মুখের এক পাশ্বে ৫ কেজি ওজনের এই টিউমার দেখা দেয়।পারিবারিক অবস্থা না থাকায় সে চিকিৎসা করাতে পারছে না।ফলে মানবেতর জীবন যাপন করছে।আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।মমতাজের চিকিৎসা কল্পে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অসুস্থ মমতাজের পরিবার।