মানসিক প্রতিবন্ধী যুবক রাসেল ২০ দিন যাবত নিখোজ


দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কুজিশহর ঘুরনগাছ গ্রামের দিনমজুর পিয়ারুল ইসলামের ছেলে মানসিক প্রতিবন্ধী ছেলে রাসেল আলী(২২) নামে এক যুবক নিখোজ হয়েছে।
গত ১ এপ্রিল রাসেল রুহিয়া রেলষ্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে উঠে পড়লে সে আর বাড়ি ফিরেনি।
লম্বা গঠনের এই প্রতিবন্ধী যুবকের হাটুনি স্বাভাবিক নয়।অনেকটা এলোমেলো।
তার গালে একটি কালো দাগ রয়েছে।
দীর্ঘ ২০ দিন যাবত সে বাড়ি না ফেরায় তার পিতা পিয়ারুল ইসলাম রুহিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।