মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপারের সাথে মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত


মানিকগঞ্জ প্রতিনিধি ঃ মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এক ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। গত ৩ এপ্রিল সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ মহিউদ্দিন, ক্রাইম বাঞ্চের ওসি ইকবাল বাহার, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলাউদ্দিন রায়হান, দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন মিলন, দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ইউনুছ আলী, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মোঃ মঞ্জুর এলাহী, দৈনিক মানব জমিনের প্রতিনিধি ও আজকের প্রভাতের স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল করিম, সাপ্তাহিক নব দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাপÍাহিক বাংলার সাথী ভারপ্রাপ্ত সম্পাদক আঃ রহিম, দৈনিক অর্থনীতির জেলা প্রতিনিধি এসএম শাহিন, দৈনিক মুক্ত খবরের ষ্টাফ রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম, দৈনিক দেশ কালের জেলা প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি শর্মিলী আহমেদ, দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন, প্রমুখ। পুলিশ সুপার সাংবাদিকদের বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ আর পুলিশ হচ্ছে জনগণের সেবক। তাই প্রত্যেকেই প্রত্যেকের সহযোগিতা নিয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে। তবেই দেশ আরো এগিয়ে যাবে।